Sunday, April 29, 2012

কবি ও সন্ন্যাসী


অন্ধকারাছন্ন, কুসংস্কারে আবৃত পরাধীন ভারতবর্ষে মাত্র দু-বছরের-ও অল্প ব্যবধানে জন্মগ্রহণ করেন শাশ্বত কালের এই দুই যাত্রী, দুই অমৃত পুত্র, দুই বিশ্বপথিক, মানবপ্রেমী ও প্রকৃতিপ্রেমিক দুই সত্তা, দুই সত্যসন্ধানী সাধক  বা বিজ্ঞানী|  একজন যুবকবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর; আর আরেকজন, যুগাচার্য, বিশ্বজয়ী, বীর-সন্ন্যাসী, স্বামী বিবেকানন্দ| জন্ম এক-ই সন্দিক্ষণে, এক-ই নগরী-তে, এক-ই সমাজ, তথা দেশে, শহরের এ-পাড়ায়, ও-পাড়ায়|